বুধবার ০৮ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Abhijit Das ২৭ নভেম্বর ২০২৪ ১৭ : ৫১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের ফরাক্কা এনটিপিসি মোড়ে রেলের আন্ডারপাস তৈরি করা নিয়ে শুরু হয়েছে স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের সঙ্গে প্রাক্তন বিধায়ক মইনুল হকের প্রকাশ্যে চাপানউতোর।
সম্প্রতি এনটিপিসি কর্তৃপক্ষ এনটিপিসি মোড় সংলগ্ন এলাকায় রেলের পুরনো আন্ডারপাসের পাশে ডাবল লেনের একটি নতুন আন্ডারপাস তৈরি করার পরিকল্পনা নিয়েছে। সেই বিষয়ে ফরাক্কার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের রাজ্য সহ-সভাপতি মইনুল হক বুধবার বলেন, "ফরাক্কার নেতাজি সেতুর কাছ থেকে ১২ নম্বর জাতীয় সড়ক যেখানে মিশেছে তত দূর বিস্তীর্ণ ফাঁকা জায়গা রয়েছে। সেখানে যে কোনও জায়গায় আন্ডারপাস তৈরি করা যেতে পারে। কিন্তু তা না করে পুরনো আন্ডারপাস ভেঙে ওই এলাকাতেই নতুন করে ডবল লেনের আন্ডারপাস তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে ওই এলাকার বহু দোকান এবং বাড়ি ভাঙা পড়তে পারে।" তিনি আরও বলেন, "ফরাক্কা এনটিপিসি মোড়ের কাছে ছাইয়ের গাড়ির ধুলোর অত্যাচারে অনেক দোকান এখন বন্ধ হয়ে থাকে। ক্রেতারা এখন এনটিপিসি মোড় ছেড়ে জাফরগঞ্জে চলে যাচ্ছেন বাজার করার জন্য। আন্ডারপাসটির জন্য নতুন করে দোকান ভাঙা পড়লে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।"
প্রাক্তন বিধায়ক আরও বলেন, "আমার কথায় রাজি হয়ে এনটিপিসি অন্যত্র আন্ডারপাস তৈরি করতে রাজি। কিন্তু বর্তমান বিধায়ক কেন ওই এলাকাতেই আন্ডারপাস তৈরির জন্য গোঁ ধরে আছেন তা আমার জানা নেই।" মইনুলের আরও অভিযোগ, "বর্তমান বিধায়কের 'চাপে' এনটিপিসি কর্তৃপক্ষ তাদের 'সিএসআর' কাজের টাকা অন্য জায়গায় দিতে বাধ্য হয়েছে। জনগণের ক্ষতি করে আন্ডারপাস আমি হতে দেব না।"
প্রাক্তন বিধায়কের অভিযোগ নিয়ে উত্তর দিতে গিয়ে ফারাক্কার বর্তমান তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, "ফরাক্কা এনটিপিসি মোড়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এবং সমীক্ষা করার পরই ওখানে ডবল লেনের আন্ডারপাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আন্ডারপাস তৈরি হলে কাউকে উচ্ছেদ করা হবে না। রেলের জমিতে যে দুই-তিন জন ব্যবসায়ী রয়েছেন তাঁদেরকে অন্যত্র ব্যবসা করার জায়গা দেওয়া হবে।" মইনুলকে তোপ দেগে মনিরুল বলেন, "উনি নিজে কাজ করতে পারেননি । আমি এখন কাজ করতে চাইলে বাধা দিচ্ছেন। প্রাক্তন বিধায়কের যদি ক্ষমতা থাকে উনি ওই এলাকা দিয়ে ছাই ভর্তি বড় গাড়ি যাওয়া বন্ধ করে দিন। মইনুলের কথা মতো বিকল্প জায়গা দিয়ে আন্ডারপাস তৈরি করার জন্য যে অর্থ দরকার তা এই মুহূর্তে এনটিপিসির কাছে নেই। যদি প্রাক্তন বিধায়ক কথা দিতে পারেন বিকল্প জায়গা দিয়ে আগামী তিন মাসের মধ্যে তিনি আন্ডারপাসের কাজ শুরু করতে পারবেন তাহলে আমার কোনও আপত্তি নেই।"
এনটিপিসির 'সিএসআর' খাতের টাকা অন্যত্র খরচের অভিযোগ উড়িয়ে দিয়ে মনিরুল বলেন, "বেনিয়াগ্রামে হাসপাতাল তৈরির জন্য টাকা এনটিপিসি অন্য খাত থেকে দিয়েছিল। শীঘ্রই তারা ফরাক্কাতে মৃতদেহ দাহ করার জন্য একটি ইলেকট্রিক চুল্লিও তৈরি করে দেবে।"
#National Thermal Power Corporation#NTPC#TMC#Farakka
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
অবৈধভাবে টোটো তৈরি বন্ধ করা হবে, জানালেন পরিবহন মন্ত্রী ...
কোচবিহারের খুদেদের কোচিং দিতে আসবেন, আশ্বাস প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের...
বাম নেতৃত্বের ‘গুন্ডামি’, অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ ...
সধবা পাচ্ছেন 'বিধবা' ভাতা, পুলিশে অভিযোগ দায়ের বিডিওর ...
এলাকায় একের পর এক কুকুরের মৃত্যু, নেপথ্যে কী রহস্য?...
আচমকাই গ্যাস বেলুন সিলিন্ডার ফাটল মেলায়, মৃত্যু এক মহিলার, পা উড়ে গেল বেলুন বিক্রেতার...
সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...
সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...
শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...
মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...
পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...
কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...
বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...
জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...
শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...